Newborn Baby Katha
একদম ছোট্ট বাচ্চাকে চাদরে জড়িয়ে রাখা বা সোয়াডলিং কেন প্রয়োজন?
- মায়ের পেটে যেমন গুটিসুটি হয়ে ঘুমতো ছোট্ট ছানাটি, ঠিক একইরকম আরাম ও নিরাপদ বোধ করে ওকে ঠিকভাবে কাপড় দিয়ে মোড়া হলে।
- বাচ্চার ঘুম ভালো হয় এবং অনেকক্ষণ ঘুমোয়।
- বাচ্চার স্নায়বিক পেশীর বৃদ্ধিতে সহায়তা করে।
- এইভাবে জড়িয়ে রাখলে বাচ্চা যেহেতু সোজা হয়ে শুয়ে থাকে, তাই সাডেন ইনফ্যানট ডেথ সিনড্রমের প্রকোপে শিশুর অকালমৃত্যু হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।
- নবজাতক বা ১ মাসের বাচ্চারা ঘুমতে ঘুমতে মাঝে মাঝেই কেঁপে ওঠে। এর নাম স্টারটল রিফ্লেক্স (Startle Reflex)। একেবারেই স্বাভাবিক ঘটনা হলেও বাচ্চার ঘুমের ব্যঘাত ঘটতেই পারে। বাচ্চাকে কাপড়ে জড়িয়ে রাখলে এই ধরনের অসুবিধা কম হয়।
- বাচ্চাকে শান্ত করতে, ওর কান্না থামাতে খুব কাজ দেয় এই সোয়াডলিং।
There are no products to list in this category.